ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কথাশিল্পী রাবেয়া খাতুনের ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক প্রীতি অনুষ্ঠানে শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।



এ সময় রাবেয়া খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি স্নেহ-ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাবেয়া খাতুনের বড় ছেলে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক মহাপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, কথাশিল্পীর বড় কন্যা কেকা ফেরদৌসীসহ বরেণ্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।