ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে গুলি, ইয়াবা ও গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
গাংনীতে গুলি, ইয়াবা ও গাঁজাসহ আটক ১

মেহেরপুর: জেলার গাংনী উপজেলায় গুলি, ইয়াবা ও গাঁজাসহ আহাদুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



আহাদুল ইসলাম পশ্চিম মালশাদহ গ্রামের আনিসুর রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি গুলি, ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আহাদুলের ব্যবহার করা একটি মোটর সাইকেলও এ সময় জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এর গাংনী ক্যাম্প ইনচার্জ এএসপি রমজান আলী জানান, আহাদুল ইসলামকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।