ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
শার্শায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভরন ব্রিজের কাছে মোটর সাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।



আরিফুর রহমান (৪০) শার্শার বেড়ে নারানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি দৈনিক বজ্রশক্তির যশোর ব্যুরো প্রধান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর সাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন আরিফুর রহমান। শার্শার নাভরন ব্রিজের কাছে পন্যবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আরিফুর। পরে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ বাংলানিউজকে জানান, নিহত সাংবাদিকের মরদেহ স্থানীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।