ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জঙ্গি আস্তানায় চলছে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
গাজীপুরে জঙ্গি আস্তানায় চলছে র‌্যাবের অভিযান

গাজীপুর: মহানগরের ভোগড়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। অভিযান চলাকালে র‌্যাবকে লক্ষ্য করে বোমাও ছুড়েছে জঙ্গিরা।



রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করেন র‌্যাব হেডকোয়ার্টার ও র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাব-১ এর মিডিয়া উইং কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, ভোগড়া এলাকার ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র‌্যাব সদস্যরা।

তবে কোন জঙ্গি সংগঠনের সদস্যরা সেখানে অবস্থান করছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

মুফতি মাহমুদ খান আরও জানান, জঙ্গিদের বোমা নিক্ষেপের পর র‌্যাবও পাল্টা গুলি চালিয়েছে।

র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছেন। কিছু পরই বাড়ির ভেতর অভিযান শুরু হবে।

এদিকে, র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে বলেছেন, আমরা খবর পেয়েছি, এ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া একজন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫/আপডেট: ০১১৫ ঘণ্টা/০১৫৫ ঘণ্টা
এনএন/এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।