ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সভা

জামালপুর: বাল্যবিয়ে প্রতিরোধ করতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে এলাকার দরিদ্র দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।



সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের মোরারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মোরারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখি, বগারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাজেদ, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা হেবুল মিয়া ও ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।