ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় সংলাপ’ বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
‘প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় সংলাপ’ বুধবার

ঢাকা: ‘প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় সংলাপ-২০১৫’ এর আয়োজন করছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংলাপ অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিপিকেএস’র সমন্বয়কারী (প্রশাসন) আ. আজিজ খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপের মূল উদ্দেশ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতিসংঘকর্তৃক ঘোষিত অধিকার সনদের আলোকে প্রবেশগম্যতা বিষয়ে দেশের নীতি-নির্ধারকদের সচেতনতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যে সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দফতর ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গঠিত বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি থাকবেন- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন।  

অনুষ্ঠানে সভাপত্বি করবেন- বিপিকেএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পিআর/আরএম


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।