ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সলঙ্গায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় উল্টে যাওয়া ট্রাক থেকে পেঁয়াজ কুড়ানোর সময় পিকআপ ভ্যানের চাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার নাইমুড়ী দিঘির চালা গ্রামের সোনা তালুকদারের ছেলে রিয়াজ (৪৫) একই গ্রামের রোয়াপাড়ার আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭), কছিরুদ্দিনের ছেলে মনিরুল (২৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হামিদ (৩৮)। আহত ব্যক্তিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ওই ট্রাক থেকে পড়ে যাওয়া পেঁয়াজ কুড়োচ্ছিলেন রিয়াজ ও জাহিদুল সহ আরও কয়েকজন। এ সময় একটি পিকআপ ভ্যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াজ এবং গুরুতর আহত হন জাহিদুলসহ চারজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদুল। ‍বাকী আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মনিরুল ও হামিদ।  

পিকআপভ্যানটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।