ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গ্রেফতারকৃত ২৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সাতক্ষীরায় গ্রেফতারকৃত ২৩ জন কারাগারে

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।   

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুই কর্মী রয়েছে। এছাড়া বাকীরা নিয়মিত মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে পুলিশের অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় দুই, কালিগঞ্জে এক, তালায় দুই, শ্যামনগরে তিন, আশাশুনিতে দুই ও দেবহাটায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।