ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নজরুলের বাবার ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সাংবাদিক নজরুলের বাবার ইন্তেকাল নজির শেখ

রাজশাহী: রাজশাহী থকে প্রকাশিত অনলাইন পত্রিকা খবর২৪ঘণ্টা.কমের চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বাবা নজির শেখ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া... রাজিউন)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

নজির শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার (২৮ ডিসেম্বর) হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিনকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলানিউজের রাজশাহী স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমনের বড় চাচা ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।