ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট লাগ‍ানোর সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট লাগ‍ানোর সময় বাড়লো

ঢাকা: যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট বসানোর সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেত‍ু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।



এতে বলা হয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যে সব যানবাহনের রেজিস্ট্রশন দিয়ে থাকে সে সব যানবাহন রেট্রো রিপ্লেক্টিক নম্বর প্লেট এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাক্স সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।