ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গণপূর্ত বিভাগে নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী শ্রদ্ধা জানিয়েছেন।  

শনিবার(০২ জানুয়ারি) দুপুর ১টায় গণপূর্ত বিভাগে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় গণপূর্ত বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনির হোসেন, সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী আ. কাদের চৌধুরী, মাগুরার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিজয় কৃষ্ণ মণ্ডল, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা জানুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।