ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাবতলী ছাড়ছে দূরপাল্লার বাস

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
গাবতলী ছাড়ছে দূরপাল্লার বাস ছবি: ইসমাইল হোসেন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দূরপাল্লার বাস চলাচলে বাধা হয়ে দাঁড়াতে পারেনি জামায়াতের হরতাল। বাসস্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে দূরপাল্লার বাস।

তবে হরতালের শুরুতে যাত্রী কিছুটা কম।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র পাওয়া যায়।

সকাল সোয়া ৭টায় রংপুরের উদ্দেশ্যে হানিফ পরিবহনের বাস ছেড়েছে বলে জানিয়েছেন এ পরিবহনের স্টাফ মো. অালী।

তিনি বাংলানিউজকে বলেন, যাত্রী কম। তবে শিডিউল অনুযায়ী বাস ছেড়ে যাবে।

ঈগল পরিবহনের স্টাফ মো. ইসমাইল বলেন, বাস চলছে। যাত্রী কিছুটা কম।

গাবতলীতে শ্যামলী পরিবহনের যাত্রী অামিনুল যাবেন নওগাঁ। তিনি বলেন, হরতাল হলেও শিডিউল অনুযায়ী বাস পেয়েছি।

এ বাস টার্মিনালে কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাবতলী টার্মিনাল ঘিরে পুলিশের তৎপরতা দেখা গেছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এমঅাইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।