ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে রাবার বুলেট বিদ্ধ ৪ কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সোনাগাজীতে রাবার বুলেট বিদ্ধ ৪ কিশোর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজীতে আসামিকে ধাওয়া করার সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে চার কিশোর আহত হয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।


 
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের কেরানি মাস্টার মাঠে এ ঘটনা ঘটে।  
 
ঘটনার সময় ওই চার কিশোর মাঠে ক্রিকেট খেলছিল বলে জানা গেছে। রাবার বুলেটবিদ্ধ কিশোররা হলো- দুলাল (১৭), বাবলু (১৫), শরীফ হোসেন (১৬) ও হৃদয় (১০)।
 
আহত শরীফের চাচাতো ভাই রুবেল বাংলানিউজকে বলেন, কিশোররা মাঠে খেলছিল। এ সময় ওই স্থানে পুলিশ এক আসামিকে ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালায়। এতে চার কিশোর আহত হয়।  

তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রুবেল।
 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বাংলানিউজকে বলেন, বিএনপি নেতা ও তালিকাভুক্ত আসামি আলী আহম্মদকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়া হলে আত্মরক্ষার্থে রাবার বুলেট ছোড়া হয়।
 
ঘটনার সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।