ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কালা তপন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
যশোরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কালা তপন আটক ছবি: প্রতীকী

যশোর: যশোরে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী ইসাহক আলী তপন (৩০) ওরফে কালা তপনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।



যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী এলাকা থেকে কালা তপনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

কালা তপনের বিরুদ্ধে তিন-চারটি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। সে যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী।

শনিবার (০২ জানুয়ারি) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা,  জানুয়ারি ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।