ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বাজিতপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: মাদকের অভিশাপ থেকে তরুণদের বাঁচাতে ও মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে কিশোরগঞ্জ বাজিতপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় বাজিতপুর উপজেলা থেকে বের হয় র‌্যালিটি।

পরে, কটিয়াদী হয়ে বিকেল ৪টায় বাজিতপুর গিয়ে এ র‌্যালি শেষ হয়।
 
সকালে বাজিতপুর কলেজ মাঠে র‌্যালির উদ্বোধন করেন বাজিতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম গোলাম মোস্তফা।  
 
র‌্যালি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয় , বাংলাবাজার, বোর্ড বাজার, উজানচর, কটিয়াদী ডিগ্রি কলেজে লিফলেট বিতরণ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।