ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইত্তেফাকুল ওলামার প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ময়মনসিংহে ইত্তেফাকুল ওলামার প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘মাদ্রাসায় হামলা ও ছাত্র হত্যার ঘটনা’য় ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছে আলেম-উলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর বড় মসজিদ এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে হাফেজ মাওলানা শরীফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামার সহকারী সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, জেলা সেক্রেটারি মনসুরুল হক, ইত্তেফাকুল উলামা নেতা মুফতি গোলাম মওলা ভূইয়া, মাওলানা জাফর আহম্মেদ, মুফতি সাদিকুর রহমান, ছাত্র প্রতিনিধি মাহাবুবুর রহমান ও নিয়ামত উল্লাহ প্রমুখ।  

অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।