ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে শিশু অধিকার বাস্তবায়নের লক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পঞ্চগড়ে শিশু অধিকার বাস্তবায়নের লক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: জেলা পর্যায়ে শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষে পঞ্চগড়ে জনসচেতনতা র‌্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি ও এনসিটিএরফ’র (ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স) উদ্যোগে পঞ্চগড় শিশু একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন, এনসিটিএফ’র জেলা শাখার সভাপতি তানভীর হাসান তনু, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ মৃধা আকাশ, ভলান্টিয়ার রাশেদুল আলম, আয়েশা সিদ্দিকী চাঁদনী প্রমুখ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা শিশু একাডেমি হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এনসিটিএফ পঞ্চগড় জেলা শাখার বিগত বছরের কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।