ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন কলেজ ছাত্র মুহতাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন কলেজ ছাত্র মুহতাসিম

ময়মনসিংহ: প্রেমঘটিত কারণেই বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ শাকিল (১৮)।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ এ বিষয়টি নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের একদিন পরেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।



শুক্রবার (২৯ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে মুহতাসিমকে স্থানীয় রয়েল মিডিয়া কলেজের কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যান। কলেজ রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।