ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পথশিশুদের জন্য বৃত্তান্ত ’৭১’র পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পথশিশুদের জন্য বৃত্তান্ত ’৭১’র পিঠা উৎসব ছবি: রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের শীতে তেমনভাবে পিঠাপুলি খাওয়ার সুযোগ মেলে না বললেই চলে। এ রকম কিছু মানুষের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পিঠা খাওয়ার ব্যবস্থা করেছে বৃত্তান্ত ’৭১।



শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে পথশিশুদের জন্য আয়োজিত এই পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

পথশিশুদের জন্য আয়োজিত পিঠা উৎসবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহবুবুল হক শাকিল বলেন, শীতকালে পিঠা খাওয়া বাঙালির চিরাচরিত অভ্যাস কিন্তু অনেকেই আছেন যাদের পিঠা খাওয়ার সুযোগ বা সামর্থ্য নেই। আমরা যারা একটু ভালো অবস্থানে আছি তাদের প্রত্যেকেরই এসব মানুষের কথা ভাবা উচিত। তাদের জন্য একটা কিছু করা উচিত তাহলেই দেশ এগিয়ে যাবে। এ সময় তিনি পিঠা উৎসবের জন্য বৃত্তান্ত ’৭১ কে ধন্যবাদ জানান।

বৃত্তান্ত ’৭১’র নির্বাহী পরিচালক মুহাম্মদ তানভীর এ পিঠা উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফী, নাট্য ব্যক্তিত্ব কামাল উদ্দিন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।