ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ড. কাজী খলীকুজ্জমানকে ‘সমৃদ্ধি-বন্ধু’ ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ড. কাজী খলীকুজ্জমানকে ‘সমৃদ্ধি-বন্ধু’ ঘোষণা

ঢাকা: অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ‘সমৃদ্ধি-বন্ধু’ উপাধি দিয়েছে বেসরকারি সংস্থা ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ)’।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় ডরপ কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠানে ড. কাজী খলীকুজ্জামানের হাতে এ সংক্রান্ত সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডরপ’র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কারজয়ী এএইচএম নোমান।



ডরপ-এর ‘চতুর্থ পরিকল্পনা প্রণয়ন ২০১৬-২০’ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী রোজি ও পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক জাহেদা আহমদ, ডরপ-এর সভাপতি মো. আজহার আলী তালুকদার, একেএম জসীম উদ্দিন এফসিএমএ, ঢাকা আহসানিয়া মিশনের নির্বাহী প্রধান ড. এম এহসানুর রহমান, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্সের কান্ট্রি কো-অর্ডিনেটর অলক কুমার মজুমদার, ডরপ নির্বাহী পরিষদের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য সামছুন নাহার, ডরপ-এর গবেষণা প্রধান মোহাম্মদ যোবায়ের হাসানসহ আরও অনেকে।
 
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষুদ্রঋণ দেশের মাত্র নয় ভাগ মানুষের কাছে পৌঁছেছে। এক্ষেত্রে যথপোযুক্ত ঋণ দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফ ১৫০টি ইউনিয়নে ‘সমৃদ্ধি’ কেন্দ্র স্থাপন করে কাজ শুরু করেছে।     
 
ড. শামসুল আলম বলেন, দারিদ্র বিমোচনে সরকার বিভিন্ন কৌশল পরিকল্পনা তৈরি করছে এবং তা বাস্তবায়নও করছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে এএইচএম নোমান বলেন, সরকারকে দারিদ্র্য বিমোচনে পাবলিক পুওর প্রাইভেট পার্টনারশিপের (পিপিপিপি) মাধ্যমে বিনিয়োগ করতে হবে। সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ডরপ প্রবর্তীত ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।