ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে স্বর্ণের দোকানে ডাকাতি, আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কুড়িলে স্বর্ণের দোকানে ডাকাতি, আতঙ্কে বৃদ্ধার মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। কুড়িল মসজিদ রোডের হাজী মার্কেটে অবস্থিত নিউ আইকে জুয়েলার্স নামের স্বর্ণের দোকানটিতে রাত নয়টার দিকে হামলা চালায় ডাকাতরা।


 
এ সময় ডাকাতদের ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাশের একটি ভবনের দোতলার বাসিন্দা এক বৃদ্ধা মারা যান। তার নাম জহুরুন খাতুন। বয়স অানুমানিক ৭০।

জহুরুন খাতুনের ছেলে আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, রাত নয়টার দিকে আমাদের বাসার নিচে বিকট শব্দে কয়েকটি ককটেল ফোটে। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

প্রত্যক্ষদর্শী নিহত জহুরুন খাতুনের নাতি সুমন (বাবা আব্দুল কুদ্দুস) বাংলানিউজকে বলেন, প্রথমে একটা মহিলা স্বর্ণের দোকানে আসেন। তার সঙ্গে আরও চার জন যুবক ছিলো। তারা ভয় দেখিয়ে স্বর্ণ ব্যাগে নেয়। পরে ককটেল ফাটাতে ফাটাতে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে খিলক্ষেত থানার উপপরিদর্শক(এসআই) মোহাম্মদ রাজ্জাক জানান, ঘটনাস্থলে এসে আমরা শুনেছি এখান থেকে ৪০/৪৫ ভরি স্বর্ণ লুট হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ডাকাতির শিকার স্বর্ণের দোকানের নাম 'নিউ আই কে জুয়েলার্স'। অপরাধীদের ধরা সম্ভব হয়নি। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় আহত হয়েছেন আরও তিন চারজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তার নাম জাকির হোসেন (৩৫)। তিনি প্রাইভেট কার চালক। ককটেলের বিস্ফোরণে তার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয় বলে বাংলানিউজকে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসজেএ/এনএইচএফ/এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।