ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত ২০ (আপডেট)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
খুলনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪, আহত  ২০ (আপডেট) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় যাত্রীবাহী বাস উল্টে আহতদের মধ্যে আরো ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন। নিহতরা হলেন- খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৪), নূর ইসলাম (৪৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল লতিফ ও অজ্ঞাত আরও একজন।

বিকেল ৫টার দিকে নগরীর জিরো পয়েন্টে সোনাডাঙ্গা টার্মিনাল থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উল্টে যায়।

স্থানীয় হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বিকাল ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী (পাবনা-ব ৫৪১) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-সাতক্ষীরা সড়ক ও খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কের জিরো পয়েন্টে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ও অজ্ঞাত পরিচয় একজন নিহত ও অন্তত ২০জন আহত হয়। আহতদের মধ্যে ১২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে নূর ইসলাম ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আব্দুল লতিফ মারা যায়।

পুলিশ ঘাতক বাসটির ড্রাইভারকে আটক করেছে। এছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমআরএম/আরআই

** খুলনায় বাস উল্টে ২ জন নিহত, আহত ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।