ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিশিরের পাতায় পাতায় খেলার দিন

ছবি: খায়রুল আলম রাজীব, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, লেখা: সৈয়দ ইফতেখার আলম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
শিশিরের পাতায় পাতায় খেলার দিন ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি শিশির বিন্দু, এক ফোঁটা জল, কী যে সুন্দর হতে পারে! তা শীতের এই মৌসুমে না দেখলেই নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করা সেই শিশির কণাগুলোর কথাই বলছি।





কবির ভাষাতেই উপমা— একটি ধানের শিষের উপরে / একটি শিশিরবিন্দু।



এই শিশির সৌন্দর্য বিরাজমান আমাদের চারপাশেই। শুধু দু’চোখ মেলে দেখলেই দৃশ্যমান হয়ে উঠবে। ‘বহু দিন ধরে বহু  ক্রোশ দূরে / বহু ব্যয় করি বহু দেশ ঘুরে’র মতো নয় কিন্তু! বাড়ির পাশে কোনো এক ঘাসে বা লতায়-পাতায় রয়েছে এমন মায়াময় স্নিগ্ধতা।



ছবিটি অবশ্য রাজধানী ঢাকার অদূরে সাভারের গেন্দা এলাকার একটি বাগান থেকে তোলা। প্রচণ্ড ঠাণ্ডা-শীতের শান্ত এক ভোরে- রোদের মিষ্টি কিরণ যখন ডানা মেলছে ঠিক সেই সময় ধারণ করা ছবি। এ যেন সুন্দরের এক অন্য উদাহরণ!



এই শিশিরের আসল সৌন্দর্য তখনই; যখন ঢের ভোরে সবে সূর্য উঠছে- আর সে সময় চিক চিক করে ওঠে শিশিরের জল। আহ্। কী অসাধারণ। কিরণ যত সময় নেয়, তত মিলিয়ে যায় এই অপরূপা।



‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া / ঘর হইতে দুই পা ফেলিয়া’- সত্যি এমন যেন না হয়। কারণ শুধু সাভার কেন- এই মধ্য শীতে এমন শিশিরের পাতায় পাতায় খেলা রয়েছে সবখানেই। কেবল তরু-লতা-বৃক্ষে সূর্য ওঠার অাগে থেকেই নজরটা দিলেই মিলবে তা...।



বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।