ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।



শনিবার (জানুয়ারি ৩০) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ-কামদিয়া সড়কে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা ফাঁসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার কামদিয়া ইউনিয়নের মাতলাইন গ্রামের বাবু মিয়ার ছেলে আশরাফুল মিয়া (২৫), বড়চাপড় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আনিছ মিয়া (৪৫), মানিকপুর গ্রামের বজলুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩২)।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী মিয়া বাংলানিউজকে জানান, রাতে গোবিন্দগঞ্জ-কামদিয়া সড়কের কাটা ফাঁসিতলা এলাকায় চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ তাদের আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান আটককৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।