ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১২ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
দিনাজপুরে ১২ জুয়াড়ি আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের সিএসডি গোডাউন রোড এলাকা থেকে জুয়া খেলায় জড়িত ১২ জনকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়।



শনিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক লীগের দু’টি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ১২ জন হলেন- শহরের বাহাদুর রাজার এলাকার সাব্বির (৩৮), প্লাবোন (২৩), লালটু (৩০), ফারুক (২৫), আজিজ (৪০), কালুয়া (২৮), নয়ন (৩১), রুবেল (২৮), রণি (২৫), কামাল (৩৬), ফরমান (৪২) ও লিটন।

দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার বাংলানিউজকে জানান, শহরের সিএসডি গোডাউন রোড এলাকায় নির্মাণ শ্রমিক লীগের সাইনবোর্ড লাগিয়ে জুয়া খেলার আসর বসে কিছুদিন আগে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে সরঞ্জামসহ জুয়াড়িদের আটক করা হয়।

রোববার (৩১ জানুয়ারি) সকালেই এদের দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।