ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মুজিবর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মুজিবর রহমান সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

নিহত মুজিবরের ভাতিজা শিমুল হোসেন জানান, গত বছরের প্রথম দিকে তার চাচা মুজিবর রহমান ও বাবা আজিজুর রহমান গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমানের কাছ থেকে ৮ শতক ধানের জমি কিনে চাষাবাদ করে আসছিলেন।

শুক্রবার সকালে হঠাৎ করে প্রতিপক্ষ তবিবুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন ওই জমিতে ধান রোপন করতে যান। এ সময় মুজিবর রহমানসহ তার পরিবারের লোকজন এতে বাধা দিলে তবিবুর ও মিজানুরের নেতৃত্বে ৭/৮ জন অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর জখম হয়।   

এর মধ্যে মুজিবর রহমানকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।