ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গিবাড়ীতে যুবক গুলিবিদ্ধ, যুবলীগ কর্মীকে পিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
টঙ্গিবাড়ীতে যুবক গুলিবিদ্ধ, যুবলীগ কর্মীকে পিটুনি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোহরাব হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) উপজেলার আলদী গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



এদিকে, এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আটক মেহেদী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মেহেদী যুবলীগের কর্মী বলে জানা গেছে।

গুলিবিদ্ধ সোহরাব হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন।

স্থানীয় গ্রামবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর মিয়া ও যুবলীগ কর্মী মেহেদী হাসানের নেতৃত্বে কি‍ছু লোক শনিবার রাতে আলদী গ্রামের হারেজ মিয়ার জমি দখল করেন। রোববার সকালে তারা ওই জমিতে গেলে গ্রামের যুবক সোহরাব হোসেন বাধা দেন। এ সময় মেহেদী ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেনকে গুলি করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।