ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বাঞ্ছারামপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)।

রোববার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লালু মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে লাল মিয়ার গ্রুপ।

মামলা এবং কথাকাটাকাটির জের ধরে রোববার সকালে লালমিয়ার লোকজন আবদুস সালামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে আবদুস সালামের গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা নেওয়া পথে তার মৃত্যু হয়।

এ দিকে মৃত্যু খবর পাওয়ার পর লাল মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসময় হামলায় আবদুস সালাম নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।