ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় শিশু নিহত

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬) এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় উপজেলার রঘুপুর এলাকা রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, শিশু রাস্তা পারাপারের সময় কুমিল্লার চকবাজার থেকে কাশিনগরগামী বিজলী সুপার বাসের নিচে চাপায় পড়ে নিহত হয়। পরে স্থানীয় লোকজন বাসসহ চালককে আটক করে।

তবে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখনো তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে পরে জানাবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।