ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে আগুনে পুড়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সদরপুরে আগুনে পুড়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজ মোড় বাণিজ্যিক এলাকায় ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিঃস্ব হয়ে যাওয়া দোকান মালিকেরা জানিয়েছেন।



রোববার (৩১ জানুয়ারি) ভোররাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ওই আগুনে ৬টি দোকান ও দোকানে থাকা মালামল পুড়ে ছাই হয়ে যাই। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে ৬ জন ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।

পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকরা হলেন, সেতু ট্রেডার্সের রানা জমাদ্দার, আমিরাবাদ হার্ডওয়ারের জামাল মিয়া, ওমর মোটর ওয়ার্কসপের ওমর আলী, খায়ের ইঞ্জিনিয়ারিং এর আবুল খায়ের, খান এন্টারপ্রাইজের এম এ মামুন খান ও মা ইঞ্জিনিয়ারিং এর ইউসুফ খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে সংঘটিত আগুনের লেলিহীন শিখা আর ধোঁয়া দেখতে পান বাজারের লোকজন। পরে সদরপুর জামে মসজিদ থেকে আগুনের খরবটি মাইকিং করে জানানো হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় শত শত লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-অর রশীদ বলেন,  ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে এ সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দল ঘটনাস্থলে ছুটে আসে।

৬ জনের একটি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৬টি দোকানঘর ও তাতে থাকা মালামাল।

ফায়ার সার্ভিস ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ জানান, অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানে পেট্রোল, গ্যাস, কেমিক্যাল, রং থাকার কারণে আগুনের গতি প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। আগুনের প্রচণ্ড তাপের কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।