ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফার্নিচার দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ফার্নিচার দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফার্নিচারের দোকান থেকে পিন্টু শেখ (১৫) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা বাজার এলাকার সূত্রধর ফার্নিচার স্টোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


 
পিন্টু শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোসপুর এলাকার আসাদ শেখের ছেলে।
 
ফার্নিচার দোকানের মালিক কৈট্টা এলাকার জহর লাল সূত্রধর জানান, সপ্তাহ খানেক আগে পিন্টু ফার্নিচার তৈরির কাজ শেখার জন্য কর্মচারী হিসেবে যোগ দেয়। রাতে পাশের আরেক ফার্নিচার দোকানের কর্মচারী পানতু ভূইয়াকে (১৫) সঙ্গে নিয়ে ওই দোকানেই ঘুমায় পিন্টু। সকালে পানতু মিয়া পিন্টুর মৃত্যুর বিষয়টি জানায়।
 
পিন্টুর চাচা সেলিম শেখ জানান, পিন্টুর আত্মহত্যার খবর পেয়ে দোকানে এসে দোকানের আড়ার সঙ্গে রশি দিয়ে পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখেন তিনি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেন নি তিনি।
 
তিনি আরও জানান, পিন্টু এর আগেও একবার এই দোকানে কর্মচারী হিসেবে এক মাস চাকরি করে। এরপর একই উপজেলার গোলড়া ও নাথুরা বাজারে তিন মাস কাজ করে আবারো সাত দিন আগে এখানে চাকরি নেয়।   
 
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম খান বাংলানিউজকে বলেন, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরে নিশ্চিত করে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।  
 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।