ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন সশস্ত্র বাহিনীর নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
দায়িত্ব নিলেন সশস্ত্র বাহিনীর নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান

ঢাকা: নতুন দায়িত্বভার গ্রহণ করলেন সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে লেফটেন্যান্ট জেনারেল  ৠাংক ব্যাজ পরিয়ে দেন  প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবসরপ্রাপ্ত) এবং নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

তার পূর্বসুরী লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম গত রোববার (৩১ জানুয়ারি) অবসর গ্রহণ করেন।

আএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকরাও গণভবনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলেই নতুন পিএসও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান তার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপদেশ ও দিক নির্দেশনা কামনা করেন।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগে যোগদানের পূর্বে তিনি সেনা সদর দপ্তরে এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬১ সালের ০১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলায়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।