ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বস্তির বাথরুমে থেকে নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
মিরপুরে বস্তির বাথরুমে থেকে নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর থানাধীন মধ্য মনিপুর খলিল মিয়ার বস্তির গণবাথরুম থেকে এক নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওই বস্তির গণবাথরুম থেকে মস্তকটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নবজাতকের মা সোনিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।


মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাংলানিউজকে জানান, মস্তকটি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেহ থেকে আলাদা করা হয়েছে বলে মনে হচ্ছে।

আটক নবজাতকের মা সোনিয়া পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার সঙ্গে জামাল নামে এক ছেলের সম্পর্ক আছে। জামালের সঙ্গে দৈহিক সম্পর্কের ফলে তিনি অন্তঃস্বত্তা হন। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে কৃমির ওষুধ খাওয়ার পর তার প্রসব ব্যথা ওঠে। সকালে বাথরুমে গেলে শুধু মস্তক প্রসব করেন তিনি।

এসআই আব্দুল হালিম আরও জানান, প্রায় ২ ঘণ্টা ধরে ওই বাথরুমের সেফটিক ট্যাংকে মেথর দিয়ে তল্লাশি চালানো হয়েছে। নবজাতকের শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। নবজাতকের মা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার করা মস্তক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।