ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারের শিকার নারীকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ভারতে পাচারের শিকার নারীকে ফেরত

চাঁপাইনবাবগঞ্জ: কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা এক নারীকে (১৫) দেড় বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ওই নারীকে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।



ওই নারী কুমিল্লার লাকসাম উপজেলার পঞ্চপাড়া এলাকার গৃহবধূ।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি,  ১ বছর ৫ মাস আগে লাকসাম সীমান্তে ওই ‍নারীকে ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সুস্থ করে পুলিশের মাধ্যমে পশ্চিমবঙ্গের মালদহ জেলা শেল্টার হোমে রাখা হয়।

তবে ওই নারীর দাবি, তাকে পাচার করা হয়েছিল। বাড়িতে তার স্বামী ও সন্তান রয়েছে।

জাতীয় মহিলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী ইয়াসমিন আরা খুশী বাংলানিউজকে জানান, মেয়েটিকে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্য়ালয়ের মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।