ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা হত্যাচেষ্টা

ছিয়াত্তর কেজি বোমা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ছিয়াত্তর কেজি বোমা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছিয়াত্তর কেজি বোমা পেতে হত্যাচেষ্টা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষ্য দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব প্রবীর কুমার চক্রবর্তী ও মামলাটির জব্দ তালিকার সাক্ষী আতিয়ার রহমান।



সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এ নিয়ে মামলাটিতে ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।   

সাক্ষী প্রবীর কুমার ২০০০ সালে গোপালগঞ্জ জেলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকাকালে সারোয়ার হোসেন, কামাল উদ্দিন এবং আহমেদ হোসেন নামে ৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছিলেন।

২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের প্যান্ডেল তৈরির সময়ে ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ।

২২ জুলাই ওই মাঠে শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল।

২০০১ সালের ৮ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান আসামি মুফতি হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র  দাখিল করেন।
মামলার অপর আসামিরা হলেন, মহিবুল্লাহ, মুন্সি ইব্রাহিম, মাহমুদ আজহার, রাশেদ ড্রাইভার, শাহ নেওয়াজ, ইউসুফ, লোকমান, শেখ মো. এনামুল ও মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।