ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা জেলা রোভার স্কাউটস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
কুমিল্লা জেলা রোভার স্কাউটস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা নগরীতে জেলা রোভার স্কাউটস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  
 
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর স্টেডিয়াম সড়কে কুমিল্লা জিলা স্কুলের বিপরীত পার্শ্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।

 
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান, ডিডিএলজি এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার,  বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল,  বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার সম্পাদক আব্দুল আউয়াল ভূঁইয়া প্রমুখ।  
 
ভবনের স্থাপনের জন্য কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ টন টিআর বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নির্মাণ কাজের সহায়তার জন্য একশ ব্যাগ সিমেন্ট দেওয়ার ঘোষণা দেন কুমিল্লা মডেল কলেজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।