ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পুলিশ কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আই জি (এ এন্ড ও) মো. মোখলেসুর রহমান বলেছেন, পুলিশ কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যা ও ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনসহ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পুলিশের যে সব সদস্য অপরাধে লিপ্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমখি করা হবে।



রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, টাঙ্গাইলের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার চার্জশিট দাখিল করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।