ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৩ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
নারায়ণগঞ্জে ৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফেয়ার টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার ম্যানেজারের থেকে ৩ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার কাচপুর ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ম্যানেজার জহিরুল বগুড়া জেলার কাজীর নড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

কাচঁপুর হাইওয়ের থানার (ওসি) শেখ শরীফুল ইসলাম জানান, দুপুরে ইসলামী ব্যাংকের চিটাগাং রোড শাখা থেকে ৩ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে তারাবো এলাকায় ‍অবস্থিত প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ম্যানেজার জহিরুল। কাচঁপুর গোল চত্বর পার হওয়ার সময় ফাঁকা গুলি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরআই





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।