ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নজরদারিতে নাশকতা মামলায় জামিনপ্রাপ্তরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
নজরদারিতে নাশকতা মামলায় জামিনপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: জনগণের সার্বিক নিরাপত্তাসহ স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে নাশকতার মামলায় যেসব আসামি জামিন পেয়েছেন তারা যাতে পের এ ধরনের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য তাদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।



বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরকালে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পীর ফজলুর রহমানের এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে জনসাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। পুলিশের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রতিটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এসব অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের চাকরি থেকে বরখাস্তসহ বিধি অনুসারে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

‘নাশকতামূলক ও ধ্বসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য যাচাই করে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়াসহ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে,’ বলেন তিনি।

কূটনীতিক এলাকার নিরাপত্তা জোরদারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এছাড়া বিদেশি নাগরিকদের বসবাসের এলাকা ও চলাচলের রাস্তাসমূহে গোয়েন্দা কার্যক্রম অধিকতর জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকে/এসএম/এমএ

** পদ্মাসেতু ষড়যন্ত্রকারীদের বিচার প্রচলিত আইনে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।