ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা বিভাগের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বরে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।



প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার মল্লিক, ঝিনাইদহ জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা উৎপাদন ব্যবস্থাপনা ও ফিন্যান্স শিক্ষক পরিষদ এর সভাপতি বাবলু কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রভাষক সাবিক মোহাম্মদ আল হাসান, মনিরুল ইসলাম, আব্দুর রহমান।

এ সময় বক্তারা বলেন, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা এবং আইসিটি বিষয়গুলোকে প্রাথমিক অনুমোদন দিয়ে শিক্ষক নিয়োগ দিতে বলা হলেও এখন পর্যন্ত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। যে কারণে এ সব বিভাগের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।