ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে নিরাপত্তা কার্যক্রমের মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ভূমিকম্পে নিরাপত্তা কার্যক্রমের মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কাজসহ জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রমের মহড়া বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।



মহড়ার আগে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও ফায়ার সার্ভিসের উপ পরিচালক শওকাত হাসান।
 
এ সময় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিত্য গোপাল দাস, উপ-সহকারী পরিচালক ফারুক আহম্মেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
 
পরে স্কুল শিক্ষার্থীসহ নগরবাসীর উপস্থিতিতে উন্মুক্ত মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে নিরাপত্তামূলক কার্যক্রম দেখানো হয়। জরুরি অবস্থায় উদ্ধার তৎপরতা ও জরুরি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
 
মহড়া শেষে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ পরিচালক শওকাত হাসান জানান, সাধারণত ভূমিকম্পসহ প্রাকৃতিক বড় ধরনের দুর্যোগের সময় সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর সড়ক ব্যবহার না করা গেলে শহর কেন্দ্রিক উদ্ধার তৎপরতা সঠিকভাবে সঠিক সময়ে ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে ব্যক্তিগত সচেতনতার প্রয়োজন রয়েছে।  
 
এর আগে, মহড়া দেখার জন্য শনিবার নগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।