ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রায় ৫ মাস ধরে নিখোঁজ থাকা মারজুক হায়দার জাহীন নামে এক এসএসসি পরীক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
 
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা শহরের মধ্যবাজারে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন জাহীনের পরিবার।



এ সময় তার বাবা জুলফিকার হায়দার ও মা লাইলা শারমীন কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহীন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরদিন বিষয়টি ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করা হয় ও র‌্যাবকে জানানো হয়। কিন্তু গত ৫ মাসেও তার সন্ধান মেলেনি।

সংবাদ সম্মেলনে জাহীনের দাদী রওশন আরা, ছোট ভাই রাজিন ও ফুপা মীর জাহিদ হোসেনসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।