ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে জাটকা জব্দ, শ্রমিকের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কমলনগরে জাটকা জব্দ, শ্রমিকের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জাটকা বহনের দায়ে মঞ্জুর আলম (৩৭) নামে এক শ্রমিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মজুমদার এ রায় দেন।



অর্থদণ্ডাদেশ প্রাপ্ত মঞ্জুর উপজেলার চর জগবন্ধু এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে মেঘনা নদী থেকে ধরা প্রায় ১৫ মণ জাটকা কমলনগরের লুধূয়া এলাকায় এনে ট্রাকে তুলছিলেন মঞ্জুরসহ কয়েকজন শ্রমিক। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় ধাওয়া খেয়ে বাকি শ্রমিকরা পালাতে পারলেও মঞ্জুর পুলিশের হাতে আটক হন।

আটক মঞ্জুরকে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বিচারক।
এদিকে, অভিযান চলাকালে জাটকাগুলো জব্দ করা হয়। সে জাটকা রোববার সকালে এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।