ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কে ভি কৃষ্ণা রাও’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কে ভি কৃষ্ণা রাও’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

ঢাকা: ভারতীয় সাবেক সেনাপ্রধান জেনারেল কে ভি কৃষ্ণা রাও-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী এ শোকবাণী জানান।



শোকবাণীতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের অন্যতম শীর্ষ এ সেনা কর্মকর্তার ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী কৃষ্ণা রাও-এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শোকবাণীতে।

শনিবার (৩০ জানুয়ারি) দিল্লির একটি সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা রাও। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

** সাবেক ভারতীয় সেনাপ্রধান জেনারেল কৃষ্ণা রাও মারা গেছেন

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।