ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক ৭ ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় সাত ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার  (৩১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।



এরা হলেন-জায়েদ হোসেন জুয়েল, নাজিম উদ্দিন রিপন, কামরুল আলম, নুরুল আমিন, আজাদ হোসেন আরজু, জয়নাল আবেদিন ও মো. পরান।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।