ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ধুনটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট(বগুড়া): আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে বগুড়ার ধুনট সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।



কমিউনিটি পুলিশিং ফোরামের ধুনট ইউনিয়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য বেদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ধুনট উপজেলা সমন্বয়ক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান।

সেখানে বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা কমিটির সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, চাঁন, মহসিন আলম, ধুনট সদর ইউনিয়ন কমিটির সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম মাসুদ রানা, উপদেষ্টা আফসার আলী, উপজেলা কমিটির সদস্য প্রভাষক আব্দুর রাজ্জাক, আতাহার আলী, আব্দুস ছাত্তার, রানাউল হক রানা, সদর ইউনিয়ন কমিটির উপদেষ্টা ইউপি সদস্য মোস্তাফিজার রহমান মন্টু ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।