ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিক নেতাদের প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
গাজীপুরে শ্রমিক নেতাদের প্রতিবাদ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের পূবাইল কলেজ গেট সংলগ্ন স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ সভা করেছেন শ্রমিক নেতারা।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে পূবাইল কলেজ গেট এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



স্থানীয় কাউন্সিলর মো. বজলুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. শুকুর মাহমুদ।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুনাহার প্রমুখ।

এসময় বক্তরা ওই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সু-চিকিৎসা এবং কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৩ জানুয়ারি বিকালে পূবাইল এলাকায় টায়ার থেকে তেল তৈরির ওই করাখানার বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও কয়েকজন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।