ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বরিশালে ১৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে ১৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার গড়িয়ারপাড় এবং কাশিপুর চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।



সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করার অপরাধে ১৪টি দোকান মালিক/প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ধার্য করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স খান স্টোরের মালিক মো. তোফাজ্জেল হোসেনকে ১০ হাজার টাকা, মেসার্স রুবেল এন্টারপ্রাইজের মালিক মো. টিটু হাওলাদারকে দুই হাজার টাকা, মেসার্স হোটেল আল্লারদানের মালিক মো. জসীম হাওলাদারকে দুই হাজার টাকা, মেসার্স রাসেল স্টোরের মালিক মো. রাসেলকে দুই হাজার টাকা, মেসার্স পংকজ স্টোরের মালিক পংকজ দাসকে দুই হাজার টাকা, মেসার্স ইভা ভ্যারাইটিস স্টোরের মালিক মোহাম্মদ সৈয়দকে এক হাজার টাকা, মেসার্স আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আ. রহমানকে এক হাজার টাকা, মেসার্স শাফী কনফেকশনারীর মালিক মো. ফারুক হোসেনকে এক হাজার টাকা, মেসার্স রিহাত ভ্যারাইটি কর্নারের মালিক মো. খোকনকে পাঁচশ’ টাকা, মেসার্স সামশু স্টোরের মালিক মো. সামশুল হককে পাঁচশ’ টাকা, মেসার্স বিসমিল্লা স্টোরের মালিক মো. নজরুল ইসলামকে পাঁচশ’ টাকা, মেসার্স ফারুক স্টোরের মালিক মো. ফারুককে পাঁচশ’ টাকা, মেসার্স খান হোটেলের মালিক মো. মোতালেব খানকে পাঁচশ’ টাকা, মেসার্স মিথিলা ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. রাজিবকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

এ ১৪টি প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ২২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ. রউফ মিয়ার পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মীর কাসেম মজুমদার, পরিদর্শক/ইনভেস্টিগেটর মো. তোতা মিয়া ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।