ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ছাত্রলীগের গৌরব এতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৬৮ বছর উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৩১ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে এ আলোচনা সভার আয়োজন করে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শেখ জুয়েল, যুগ্ম আহ্বায়ক বিএম ফয়সাল আহম্মেদ বনি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর হাসান জামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ত নিউটন মোল্লা, হেলাল উদ্দীন, শহর ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক খান রিপন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।