ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৩ বাংলাদেশি পেলেন ‘মাদার তেরেসা’ পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
৩ বাংলাদেশি পেলেন ‘মাদার তেরেসা’ পদক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): শিক্ষা, জনসেবা ও সমাজসেবামূলক কাজে ১৬ তম ‘মাদার তেরেসা’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তিন গুণি ব্যক্তি।

শনিবার (৩০ জানুয়ারি) কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোন কালচারাল সেন্টার অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আর্চ বিশপ থমাস ডি’সুজা তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।



পদক প্রাপ্তরা হলেন, সমাজসেবায় অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুকে পদক দেওয়া হয়।

এছাড়া মানব সেবার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ. জে. এম. নাসির উদ্দিন ও  শিক্ষা প্রসারে অবদানের জন্য খুলনার ডা. গাজী মিজানুর রহমানকে ‘মাদার তেরেসা’ পুরস্কার দেওয়া হয়।  

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায়  পদক প্রাপ্ত তিনজনের মধ্যে আজাদুল কবির আরজু দেশে ফিরলে বেনাপোল ন্যো-ম্যান্স ল্যান্ডে সংগঠনের কর্মকর্তা ও ভক্তবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিন বাংলাদেশির পদক পাওয়া বিষয়টি নিশ্চিত করে আজাদুল কবির আরজু বলেন, এ সম্মান আমার বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।